রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দীর্ঘ ১৯ বছর পর যশোরে প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন 

যশোর প্রতিনিধি

দীর্ঘ ১৯ বছর পর যশোরে প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে দেশের মানুষের মধ্যে শোষনহীন সমৃদ্ধ একটি দেশ প্রাপ্তির আকাঙ্খা জন্মেছে। তাই ইসলামী সৎ যোগ্য দক্ষ ও দেশ প্রেমিক নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে জাতির ভাগ্যের পরিবর্তন করতে হবে। 

আজ সাড়ে ১৫বছরের গড়ে ওঠা জালিম স্বৈরশাসক ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে ভারতে চলে গেছে। ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই সাড়ে সাতশ পরিবারের মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

আহতদের চিকিৎসার দায়িত্ব সরকারের পাশাপাশি জামায়াতে ইসলাম গ্রহণ করেছে। আন্দোলনে আহত-নিহত ও বন্যার্তদের পাশে দাঁড়ানোর কারণে আজ জাতি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে স্বপ্ন দেখতে শুরু করেছে। 

শনিবার (১৯ অক্টোবর) যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা কর্তৃক আয়োজিত রুকন সম্মেলনে কেন্দ্রীয় শুরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে এবং যশোর শহর সাংগঠনিক জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সহকারী পরিচালক যশোর কুষ্টিয়া অঞ্চল মাওলানা আজীজুর রহমান, টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল ড. আলমগীর বিশ্বাস, বাংলাদেশ জামায়াত ইসলামীর নড়াইল জেলা আমির অ্যাড. আতাউর রহমান বাচ্চু, মাগুরা জেলা আমির অধ্যাপক এম এ বাকের, যশোর জেলা পশ্চিম আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ। 

টিএইচ